অভয়নগরে গৃহবধূকে হত্যার অভিযোগে আদালতে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগর উপজেলার দক্ষিণ দেয়াপাড়া গ্রামে মর্জিনা খাতুন নামে একজন গৃহবধূকে হত্যার অভিযোগে বুধবার আদালতে মামলা হয়েছে। মর্জিনা খাতুনের মা ছবেদা বেগম জামাই পিন্টু শেখকে আসামি করে এ মামলা করেছেন। ছবেদা বেগম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের সিরাজুলের স্ত্রী। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম তার অভিযোগ আমলে নিয়েছেন। একই সাথে এ সংক্রান্ত থানায় আর কোন মামলা আছে কি-না জানানোর জন্য প্রতিবেদন দাখিল করতে অভয়নগর থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন। ছবেদা বেগমের অভিযোগ, ২০১৭ সালের ৩ সেপ্টেম্বর অভয়নগর উপজেলার দক্ষিণ দেয়াপাড়া গ্রামের তবিবুর শেখের ছেলে পিন্টু শেখের সাথে তার মেয়ে মর্জিনা খাতুনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর পিন্টু শেখ তাদের কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। আর যৌতুকের টাকা না পাওয়ায় জামাই তার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকেন। সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর যৌতুকের দাবিতে মর্জিনাকে বেধড়ক মারপিট করলে সে অচেতন হয়ে যায়। এরপর মর্জিনাকে শ্বাসরোধে হত্যা করেন পিন্টু। এ ঘটনা ভিন্ন খাতে নিতে মর্জিনার গলায় ওড়না নিয়ে গলা পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রচার চালানো হয়।