ফুলতলা সংবাদ

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে অনামিকা রানী দাস (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেন। তিনি দক্ষিণডিহি মঠবাড়ি এলাকার আনন্দ কুমার দাসের কন্যা। ময়নাতদন্ত শেষে পুলিশ বুধবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় ফুলতলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রতিবন্ধীদের কর্মশালা
প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা অবহিতকরণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা বুধবার সকাল ১০ টায় ফুলতলা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও এনসিডিডব্লিউ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ সভাপতি নাসিমা আক্তার।
প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস ও উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন, জাগরণী চক্র ফাউন্ডেশনের তাসলিমা আক্তার।
প্রোগ্রাম অফিসার মমতাজ জাহানের পরিচালনায় প্রতিবন্ধীদের মধ্যে বক্তৃতা করেন রাসিদা নার্গিস, হোসনেয়ারা বেগম, লামিয়া ইসলাম মেধা, আয়েশা আক্তার, সানজিদা দত্ত, আব্দুল গফ্ফার, মুন্নী খাতুন প্রমুখ।
ইয়াবাসহ দু সহোদর আটক
থানা পুলিশ মঙ্গলবার রাতে ফুলতলার যুগ্নিপাশা এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ দুই সহোদরকে আটক করে। আটককৃতরা অভয়নগর বুইকারা এলাকার মৃত আবুল কালাম হাওলাদারের পুত্র রহিম (২৭) ও আলমগীর হাওলাদার (২০)। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ফুলতলা উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেলে স্কুলমাঠে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি কামরুজ্জামান নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও পারভীন সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিল্পপতি মো. হুমায়ুন আহমেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মাসুদ রানা, উপজেলা রিসোর্স কর্মকর্তা রবিউল ইসলাম রনি, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। স্বাগত বক্তৃতা করেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার কুন্ডু। শিক্ষক মোঃ ইউসুফ আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মো. নেছার উদ্দিন, মারুফা সুলতানা, দীপজয় কুমার, বিকু ভূঁইয়া প্রমুখ। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।