লোহাগড়ায় সেতুর সিড়ি ভেঙে আহত ১৫

0

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল) ॥ নড়াইলের লোহাগড়ায় নবনির্মিত গন্ডব-চালিঘাট সেতুর অস্থায়ী টিনের তৈরি সিড়ি ভেঙে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় নড়াইলের লোহাগড়া উপজেলার গন্ডবের চালিঘাটে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গন্ডব-চালিঘাট গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে জেলা পরিষদ সদস্য সুলতানুজ্জামান বিপ্লব ও কাশিপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছলেমানের লোকদের সাথে প্রতিপক্ষ মিরাজ মোল্যা ও মোস্ত মোল্যার লোকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার রাতে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হন। এ সময় একাধিক বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠায় বুধবার কমিউনিটি পুলিশ লোহাগড়া থানা উভয় পক্ষ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ‘সম্প্রীতির বন্ধন’ নামে সভার আয়োজন করে।
বুধবার বিকেলে লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার জসীম উদ্দিন পিপিএম(বার))। এ সময় নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মর্তুজা স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহসভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উভয় পক্ষ শান্তি-শৃ্খংলা বজায় রাখার অঙ্গীকার করেন। সভা শেষে সেতু থেকে অস্থায়ী টিনের তৈরি সিড়ি দিয়ে নামতে গেলে হঠাৎ সিড়ি ভেঙে পড়ে। সিড়ির নিচে চাপা পড়ে রবি মোল্যা(৬০), সৌরভ(১৪), বুরহান কাজী(৫৫), হাসানসহ(৩০) অন্তত ১৫ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ রয়েছে, মূল সেতুর নির্মাণ কাজ শেষ হলেও অ্যাপ্রোচ সংযোগ সড়ক নির্মাণ এখনো হয়নি। চলাচলের জন্যে টিন দিয়ে অস্থায়ী সংযোগ সিড়ি নির্মাণ করা হয়েছে। ফলে হাজার হাজার মানুষ প্রতিদিন কষ্টভোগ করে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে। এলজিইডির লোহাগড়া উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে চালিঘাটের সেতুটি নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জটিলতায় এখনো অ্যাপ্রোচ সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেন বলেন, আহতদের সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।