যশোরে এমআরডিআইয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0

যশোরে তথ্য অধিকার আইন বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় যশোর সার্কিট হাউসে তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী যশোর সদর ও মণিরামপুর উপজেলার সকল সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নূর-ই-আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান,মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী এবং দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। সভা সঞ্চালনা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর । প্রধান অতিথির বক্তব্যে তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বৈষম্যহীন দেশ গড়া। নাগরিক হিসেবে জনগণের যে অধিকার আছে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়া। তথ্য অধিকার আইন জনগণের ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করেছে। জীবনমান উন্নয়নের জন্য যে কয়টি উপাদান আছে তথ্য অধিকার আইন তার অন্যতম। তথ্য জানার অধিকার নাগরিকের সাংবিধানিক অধিকার তাই জনগণ চাইলে তথ্য দিতে হবে। ওরিয়েন্টেশনে তথ্য অধিকার আইনের লক্ষ্য ও উদ্দেশ্য, সুশাসন প্রতিষ্ঠায় সেবা প্রদান প্রতিশ্রুতি, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ( সুরক্ষা প্রদান) ২০১১, অভিযোগ প্রতিকার ব্যবস্থার ব্যবহার, তথ্য অধিকার আইনের মূল কথা, সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় বিষয়ক সেশন পরিচালনা করেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম এনডিসি ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর। বিজ্ঞপ্তি