বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট বোর্ড স্কুলের কাছে শোচনীয় পরাজয় সম্মিলনীর

0

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ে গতকাল বুধবারের খেলায় শোচনী পরাজয় বরণ করেছে সম্মিলনী ইন্সটিটিউট। এ খেলায় তারা প্রতিপক্ষ শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল কলেজের দেয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বোলারদের তোপের মুখে মাত্র ৮৫ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। ফলে প্রতিপক্ষ ১০৪ রানে জয় লাভ করে। খেলাটি যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় টসে জিতে শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে তারেক সিফাত ৪৪, রেদোয়ান ইসলাম ২৮ এবং হোসেন ২০ রান সংগ্রহ করে। এছাড়া দলের অতিরিক্ত থেকে যুক্ত হয় ৪১ রান।
সম্মিলনী ইন্সটিটিউশনের তাহসিন ও ভোলা ২টি করে এবং আল-মাজিদ, সাদ, আল-আমিন এবং সজিব ১টি করে উইকেট লাভ করে। জয়ের জন্য সম্মিলনী ইন্সটিটিউশন ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের বিধ্বংসী বোলিংয়ে ২২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে। এর মধ্যে দলের ১১ জনের ব্যাট থেকে আসে ৫১ রান এবং ৩৪ রান আসে অতিরিক্ত থেকে। দলের পক্ষে ব্যাট হাতে দিপ সর্বোচ্চ ১৬ রান সংগ্রহ করে। অপরদিকে, বল হাতে শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আরকু বিশ্বাস ৩টি, আতিক হাসান ও ইয়াসিন আরাফাত ২টি করে এবং রোহান পারভেজ, তানভীর আহমেদ ও আশরাফুজ্জামান ১টি করে উইকেট লাভ করে।