পাইকগাছায় চাঁদখালী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

0

পাইকগাছা (খুলনা) সংবাদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র ও পরীক্ষার্থী নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে নানা অনিয়মের অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩১৮জন। যার মধ্যে সাতক্ষীরার আশাশুনি থানার বড়দল আফতাব উদ্দীন স্কুল অ্যান্ড কলেজিয়েটে পরীক্ষার্থীর সংখ্যা ১২৪জন, অন্যান্য পরীক্ষার্থীরা হলো কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, কেডি সাহাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, গজালিয়া বালিকা বিদ্যালয়। অপরদিকে, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৯জন পরীক্ষার্থী বড়দল আফতাব উদ্দীন স্কুল অ্যান্ড কলেজিয়েটে পরীক্ষায় অংশ নিচ্ছে।
অভিযোগে রয়েছে, ৬জন অনিয়মিত। ৮৩জন নির্বাচনী পরীক্ষায় অংশ নিলে ৩৭ জন কৃতকার্য ও ৪৬জন কয়েকটি বিষয়ে অকৃতকার্য হয়। যাদের কাছ থেকে অতিরিক্ত আর্থিক সুবিধা নিয়ে প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল ফরম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দেন। গত ২ ফেব্রুয়ারি চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় ও বড়দল আফতাব উদ্দীন স্কুল অ্যান্ড কলেজিয়েট কর্তৃপক্ষ গোপন বৈঠক করে পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দিয়ে পাশ করানোর পরামর্শ করেন। অভিযোগকারী রবিউল গাজীর অভিযোগের অনুলিপি যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৪টি দপ্তরে পাঠিয়েছেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল বলেন ও বড়দল আফতাব উদ্দীন স্কুল অ্যান্ড কলেজিয়েটের অধ্যক্ষ ড. মো. শিহাব উদ্দীন বলেন, এ ধরনের কোন সভা হয়নি। তবে সিটপ্লান নিয়ে আমরা বসেছিলাম। ট্যাগ অফিসার মো. শহিদুল্লাহ বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনপ্রকার অনিয়ম হওয়ার সুযোগ নেই। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।