শ্রীপুরে মুজিববর্ষ উপলক্ষে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে বুধবার ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, প্রামাণ্য চিত্র, কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন কবীর। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মো. মশিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করেন শ্রীপুর ইউনিয়ন কমান্ডার নজরুল ইসলাম রাজু, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, কবি পরেশ কান্তি সাহা ও সাইফুল ইসলাম। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় ৫ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও ছাত্রীরা অংশগ্রহণ করেন।