বাঘারপাড়ার পুলেরহাট বাজারে চা ব্যবসায়ীকে হত্যার হুমকি

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়ার পুলেরহাট বাজারে আফসার লস্কার নামে এক চা ব্যবসায়ীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। ভূক্তভোগী চা ব্যবসায়ী স্থানীয় রাঘবপুর গ্রামের মৃত গদাই লস্কারের ছেলে। গত রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। হত্যার হুমকিদাতা একই গ্রামের আনোয়ার কাজীর ছেলে হোটেল শ্রমিক জাহিরুল কাজী। এ ঘটনায় চা ব্যবসায়ী নিরাপত্তা চেয়ে বাঘারপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, পুলেরহাট বাজারে আফসার লস্কারের মুদি ও চায়ের দোকানে জাহিরুলের দীর্ঘদিনের বাকি লেনদেন ছিল। পাওনা টাকা চাওয়ায় গত ২ ফেব্রুয়ারি দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় জাহিরুল চা ব্যবসায়ীকে বিভিন্ন রকম ভয়ভীতিসহ হত্যার হুমকি দেন। এদিকে জাহিরুলের সাথে কথা হলে তিনি জানান, আমি চা, পান ও সিগারেট খাই না। সেহেতু টাকা পাওয়ার কোন প্রশ্নই আসে না। তবে আফসারের সাথে কথা কাটাকাটি হলেও তাকে হত্যার হুমকি দেননি বলে জানান। এ ব্যাপারে বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান বলেন, বিষয়টি বাজার কমিটির সভাপতি আমাকে জানিয়েছেন। ঘটনার সত্যতা প্রমাণ মিললে তার (জাহিরুল) বিরুদ্ধে কাঠোর ব্যবস্থা নেয়া হবে। খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জুম্মান খান জানান, জিডির তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ঘটনার পরদিন সোমবার হুমকিদাতার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।