বটিয়াঘাটায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটায় গরিব অসহায় মানুষের মাঝে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের আয়োজনে কোট ও কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার উপজেলার দাউনিয়াফাঁদ গ্রামে সংগঠন দুটির নিজস্ব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়। এ সময় ১শ পুরুষকে কোট ও ১শ মহিলাকে ১টি করে কম্বল দেয়া হয়।