পুলিশের জন্য ৬৫ হাজার ডলার দিয়ে ৬টি ঘোড়া আনা হয়েছে

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পুলিশের জন্য ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ছয়টি ঘোড়া আমদানি করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় একটি হর্স অ্যাম্বুলেন্সের ট্রাকে করে ঘোড়াগুলো বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াগুলো ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনসের উদ্দেশে পাঠানো হবে। ঘোড়াগুলোর সাপ্লাইকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে ঢাকার মহাসিন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠান। ঠিকাদার প্রতিষ্ঠান মহাসিন ব্রাদার্সের ব্যবস্থাপক এনামুল হক বলেন, ‘ঘোড়াগুলো বাংলাদেশ পুলিশের জন্য কেনা হয়েছে।’ ঘোড়া ছয়টির দাম ৬৫ হাজার ডলার বলেও জানান তিনি। জানা গেছে, কলকাতার বারাসাত এলাকার বিধাতা সাপ্লায়ারস নামের একটি রফতানিকারক প্রতিষ্ঠান থেকে ঘোড়াগুলো ক্রয় করা হয়েছে। শার্শা উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ‘বেনাপোল বন্দরে ঘোড়াগুলো প্রবেশের পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাথমিকভাবে সেগুলো সুস্থ মনে হওয়ায় ছাড়পত্র প্রদান করা হয়েছে।’ বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘আমদানি করা ঘোড়া দ্রুত খালাসের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’