প্রেস কাব যশোরের সদস্য ফরমের মূল্য কমানো হলো

0

প্রেসকাব যশোরের সদস্য ফরমের মূল্য কমানো হয়েছে। নতুন মূল্য ৮শ’ টাকা। এছাড়া সদস্য ফরম সংগ্রহ ও জমা দেওয়ার তারিখও বাড়ানো হয়েছে। আগ্রহীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। মঙ্গলবার প্রেসকাব যশোরের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বলা হয়, নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে প্রেসকাব যশোরের সদস্যপদ প্রদান করা হয়নি। অথচ ইতিমধ্যে প্রেসকাবের সদস্যপদ অনেক সাংবাদিকের পাওনা হয়ে গেছে। এমন অবস্থায় বিগত সাধারণ সভায় দেওয়া সদস্যদের বক্তব্যের স্পিরিটের প্রতি শ্রদ্ধা জানিয়ে কার্যনির্বাহী কমিটি নতুন করে সদস্যপদ প্রদানের সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু করে। এরই অংশ হিসেবে গত ৩১ ডিসেম্বর ২০১৯ কার্যনির্বাহী কমিটির সভায় নতুন সদস্য ফরম ছাড়ার সিদ্ধান্ত হয়। একই সভায় ফরমের মূল্য এক হাজার পাঁচশ টাকা এবং ফরম সংগ্রহ ও জমাদানের জন্যে ১৪ ফেব্রুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।তবে, ফরম বিতরণ শুরুর পর যশোরে কর্মরত তিনটি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ লিখিত ও মৌখিকভাবে সদস্য ফরমের দাম পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেন। সাংবাদিকদের বেতন কাঠামো পর্যালোচনা এবং তাদের সংগঠনের নেতাদের প্রতি সম্মান দেখিয়ে সভায় ফরমের মূল্য পুনর্নির্ধারণ করা হয়। একইসাথে ফরম সংগ্রহ ও জমাদানের তারিখও বর্ধিত করার সিদ্ধান্ত হয় সভায়। আগের মতোই ফরম সংগ্রহ ও জমাদান এবং এ সংক্রান্ত বিষয়ে আরো জানতে সংগঠনের দপ্তর সম্পাদকের কার্যালয়ে যোগাযোগের আহ্বান করা হচ্ছে। বিজ্ঞপ্তি।