ভাটার মাটি বহনে ট্রাক্টর চলাচলে মহেশপুরে কোটি কোটি টাকার রাস্তা নষ্ট, ঘটছে দুর্ঘটনা

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ ঝিনাইদহের মহেশপুরে ইটভাটার মাটি বহনে ট্রাক্টর চলাচল করায় এলাকার রাস্তাগুলোতে গর্তের সৃষ্টি ও ভেঙেচুরে যাচ্ছে। ফলে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অতি সম্প্রতি এক সপ্তাহের ব্যবধানে ৪ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিভর্তি ট্রাক্টর সড়কগুলোতে চলাচলের ফলে প্রতিনিয়ত রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হচ্ছে। প্রভাবশালী ইটভাটা মালিকদের ট্রাক্টর চলাচলের ফলে কোটি কোটি টাকার রাস্তা ধ্বংস হচ্ছে। রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হওয়ায় একটু বৃষ্টিতে কাদাপানিতে একাকার হয়ে পড়ছে। মাটি বহনকারী ট্রাক্টর চলাচলে কারণে বৃষ্টিতে সড়কের উপরে জমে থাকা এঁটেল মাটি কাদায় পরিণত হয়ে পিচ্ছিল হয়ে যায়। সে কারণে এলাকাজুড়ে জনসাধারণ ভাঙা রাস্তায় চলাচল করতে ভোগান্তির শিকার হচ্ছেন। এসব ভাঙা সড়কে অনেককে সাইকেল কাঁধে তুলে নিয়ে কষ্টে সড়কে চলতে দেখা গেছে। এছাড়া অনেককে মোটরসাইকেল থেকে নেমে ধীরে ধীরে সতর্কতার সাথে ভাঙ্গা সড়কে চলতে দেখা যায়। এ সময় সাইকেল, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন পিছলে পড়ে আহত হওয়ার ঘটনা নিত্যদিনের। স্থানীয় গ্রামবাসী জানায়, এমন পরিস্থিতিতে সড়কে দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। অতি সম্প্রতি ট্রাক্টরের ধাক্কায় ৪ ব্যক্তি মারা গেছেন। অহত হয়েছেন অনেকেই। সামান্য বৃষ্টি হলেই পিচের রাস্তায় অতিরিক্ত কাদায় জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার হুদোর মোড় হতে হাবাশপুর রাস্তায় প্রায়ই কাদা থাকে। কিছুদিন আগে নির্মিত পিচের রাস্তা দুটি ইটভাটায় মাটি টানা ট্রাক্টর চলাচল কারার কারণে প্রায় নষ্ট হয়ে গেছে। পোড়াদা নামক স্থানে জনতা ব্রিক্স’র গাড়ি চলায় সকল রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যাদবপুর করিম মোড়ের ইটের ভাটা, রামচন্দ্রপুর আমান ব্রিক্স, জলিলপুর র‌্যাডো ভাটা, খালিশপুর আজব ভাটা, ইউসুফ ভাটা, ভৈরবায় লতিফ ব্রিক্স, মহেশপুর ব্রিক্স, কুল্লায় অবস্থিত কয়েকটি ইটভাটায় চলাচলরত গাড়ির কারণে এলাকার সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মোর্শেদ হোসেন খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এ সকল গাড়ি চলাচল করে আসছে। খুব শিগগির ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বলেন, দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।