আজ ভাষাসৈনিক গাজী শহীদুল্লাহ’র মৃত্যুবার্ষিকী

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, ভাষাসৈনিক ও রাজনীতিক গাজী শহীদুল্লাহ’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ ফেরুয়ারি। ২০১৮ সালের এইদিন তিনি মৃত্যুবরণ করেন। গাজী শহীদুল্লাহ ১৯৩৭ সালের ১ ফেব্রুয়ারি খানজাহান আলী থানাধীন গিলাতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা গাজী সামসুর রহমান ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গাজী শহীদুল্লাহ গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় ও দৌলতপুর মহসিন ইংরেজী উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। এখান থেকে ১৯৫২ সালে ম্যাট্রিক পাশ করেন তিনি। এরপর বিএল কলেজ থেকে তিনি বিএ পাশ করে ঢাকা সিটি ল’ কলেজে ভর্তি হন। স্কুলের ছাত্র থাকা অবস্থায় তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। এজন্য তাকে মৃত্যুর আগ পর্যন্ত ভাষাসৈনিক হিসেবে অভিহিত করা হতো। কলেজে ভর্তি হওয়ার পর তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ১৯৫৫-৫৬ শিক্ষাবর্ষে কলেজ সংসদ নির্বাচনে ৮৩ শতাংশ ভোট পেয়ে পূর্বের রেকর্ড ভঙ্গ করে ভিপি নির্বাচিত হয়েছিলেন। বিএল কলেজে শহীদ মিনার নির্মাণেও তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। এছাড়া তিনি গিলাতলায় দুটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, ফুলতলা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রুপকার হলেও সবচেয়ে বড় কৃতিত্ব দৌলতপুর দিবা নৈশ কলেজের প্রতিষ্ঠাতা। তিনি ১৯৭৪ সালে অনুষ্ঠিত খুলনা পৌরসভার প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন।