রাজগঞ্জে ৩ টি কেন্দ্র স্থগিত, সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা গ্রহণ

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে ৩ টি পরীা কেন্দ্র স্থগিত করা হয়েছে। ফলে রাজগঞ্জের ৪টি কেন্দ্রের চলতি এসএসসি ও দাখিল পরীা সিসি ক্যামেরার আওতায় গ্রহণ করা হচ্ছে। স্থগিত কেন্দ্রগুলো হচ্ছে খেদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, খেদাপাড়া মাদ্রাসা এবং নেংগুড়াহাট মাদ্রাসা কেন্দ্র। এদিকে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, শিক-কর্মচারী অফিস কে বসেই পরীার্থীদের নিয়ন্ত্রণ করতে পারছেন।
সূত্রে জানা গেছে, এবার পরীার্থীর সংখ্যা বেশি এবং রাজগঞ্জ হাইস্কুল কেন্দ্রে জায়গা সংকুলান না হওয়ার কারণে রাজগঞ্জ ডিগ্রি কলেজে পরীা অনুষ্ঠিত হচ্ছে। এ কলেজে ১৫ টি রুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২৩ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭৪৯ জন ছাত্র-ছাত্রী এখানে পরীা দিচ্ছে। রাজগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ কেন্দ্রের ৮টি কে সিসি ক্যামেরা বসানো হয়েছে। এ কেন্দ্রে ৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫৬ জন ছাত্র-ছাত্রী পরীা দিচ্ছে। এছাড়া পলাশী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১টি কে সিসি ক্যামেরার আওতায় ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১৬ জন ছাত্র-ছাত্রী পরীা দিচ্ছে। অপরদিকে রাজগঞ্জ মডেল মাদ্রাসায় জায়গা কম থাকায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল ভবনে দাখিল পরীা অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্রে ১৬ টি কে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৩৯ টি মাদ্রাসার ৭৬৯ জন ছাত্র-ছাত্রী এখানে পরীা দিচ্ছে। স্থান পরিবর্তন ও সিসি ক্যামেরার আওতায় পরীা গ্রহণের ব্যাপারে কথা হয় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক ও কেন্দ্রের সচিব নওশের আলম বালিকা বিদ্যালয়ের সচিব জাহাঙ্গীর হোসেন, পলাশী কেন্দ্রের সচিব শহিদুল ইসলাম ও রাজগঞ্জ দাখিল পরীা কেন্দ্রের সচিব জাহাঙ্গীর আলমের সাথে। তারা জানান, সিসি ক্যামেরার আওতায় পরীা হলে দায়িত্বে নিয়োজিতদের শিক-কর্মচারীসহ পরীার্থীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। যে কারণে নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী এ প্রতিবেদককে জানান, ৩টি পরীা কেন্দ্র স্থগিত হওয়ায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও রাজগঞ্জ মডেল মাদ্রাসা কেন্দ্রে এবার পরীার্থীর সংখ্যা বেশি। যে কারণে রাজগঞ্জ ডিগ্রি কলেজে এসএসসি পরীা ও হাইস্কুল ভোকেশনাল ভবনে দাখিল পরীা অনুষ্ঠিত হচ্ছে।