কিশোরী বধূর বিরুদ্ধে এবার পাল্টা মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মামলা করার পর এবার কিশোরী বধূর বিরুদ্ধে উল্টো আদালতে মামলা হয়েছে। মাহমুদা খাতুন সোহেলী নামে ওই কিশোরীসহ ৪ জনকে আসামি করে মঙ্গলবার মামলা করেছেন সুজন চৌধুরী। তাদের বিরুদ্ধে সুজন চৌধুরীর বাড়ি থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে-পিবিআই তদন্ত করে প্রতিবেদ জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।
মামলার অপর আসামিরা হচ্ছেন, সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল কাদের গাজীর মেয়ে সোহেলীর মা পারুল বেগম, নাজমুল হোসেন ও তার স্ত্রী রিক্তা খাতুন। সদর উপজেলার সুলতানপুর গ্রামের সেকেন্দার চৌধুরীর ছেলে সুজন চৌধুরীর অভিযোগ, সোহেলীর মা পারুল বেগম তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি তার পিতার বাড়িতে বসবাস করে আসছেন। এরপর সোহেলীকে তার সাথে বিয়ে দেয়া হয়। সোহেলীর পিতা মোহাম্মদ আলী এ বিয়ে দেন। এরপর সোহেলীর মা পারুল বেগম তাকে তার বাড়িতে বসবাসের জন্য বলেন। কিন্তু প্রস্তাব এতে রাজি না হওয়ায় তারা নানা ষড়যন্ত্র করতে থাকেন। গত ৩০ জানুয়ারি তার শাশুড়ি পারুল বেগমসহ অপর দ্জুন আসামি তার (সুজন) বাড়িতে বেড়াতে আসেন। পরে তারা তার স্ত্রী সোহেলীকে ফুসলাইয়া নিয়ে যান। এ সময় সোহেলী তার ইজিবাইক কেনার জন্য গচ্ছিত ১ লাখ ১০ টাকা নিয়ে যায়। কিন্তু পরে স্ত্রী সোহেলীকে আনতে গেলে দেয়নি অন্য আসামিরা। উল্লেখ্য, এর আগে গত সোমবার স্বামী সুজন চৌধুরীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ এনে আদালতে মামলা করে সোহেলী।