অ্যাড. ফারাজী শাহাদৎ হোসেন সড়ক উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মরহুম অ্যাড. ফারাজী শাহাদৎ হোসেনের নামে যশোর পৌরসভার একটি সড়কের নামকরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অ্যাড. ফারাজী শাহাদৎ হোসেন সড়ক নামকরণের উদ্বোধন অনুষ্ঠান হয়। রবীন্দ্রনাথ সড়ক থেকে উত্তরদিকের পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ডের এ সড়কের নামকরণ ফলক উদ্বোধন করেন পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। এ সময় আজিজুল ইসলাম মোনাজাত পরিচালনা করেন।
পরে সড়কে স্থাপিত মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন মুক্তিযোদ্ধা শেখ আলী আকবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেসকাব যশোরের সাবেক সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সিটি ক্যাবলের চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন বাবু, পৌরসভার কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, ফারাজী শাহাদৎ হোসেনের সহধর্মিনী আনজুমান আরা বেগম, পুত্র ফারাজী আহমেদ সাঈদ বুলবুলসহ পরিবারের অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, অ্যাড. ফারাজী শাহাদৎ হোসেনের মতো ত্যাগী সৎ নেতার নামে সড়কের নামকরণ করা একটি প্রশংসনীয় মহতী উদ্যোগ। এর মাধ্যমে পৌরসভা নন্দিত একটি কার্যক্রম করল। প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু বলেন, পৌরসভার সকল কাগজপত্রে নতুন এ নাম সংযোজন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ সড়কের সকল সাইনবোর্ড ও স্থাপনায় নতুন নামকরণ সন্নিবেশ করতে হবে। সড়ক উদ্বোধনী অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথি দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন। উল্লেখ্য, আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও অ্যাড. ফারাজী শাহাদৎ হোসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ২০০৮ সালে তার মৃত্যুর পর কানাডায় অনস্থানকারী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তাকে ‘মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে সংবাদপত্রে শোক বিবৃতি দেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যশোর শহরের বিজয় মিছিলে নেতৃত্ব দানকারীদের একজন ছিলেন তিনি। আওয়ামী লীগের ক্রান্তিলগ্নে দলের সাংগঠনিক উন্নয়নে নেতৃত্ব প্রদান করেছেন। ২০০১ সালের জাতীয় নির্বাচনে দলের সাংগঠনিক বিপর্যয়ের পর ৫টি জেলা কমিটি ভেঙে দিয়ে দলীয় প্রধান শেখ হাসিনা তার পছন্দের নেতাদের আহ্বায়কের দায়িত্ব প্রদান করেন। শেখ হাসিনা যশোর জেলার দায়িত্ব দেন অ্যাড. ফারাজী শাহাদাৎ হোসেনকে। পরবর্তীতে তিনি জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬-২০০১ মেয়াদে তিনি পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্যন্ত সততা ও সুনামের সাথে। তিনি পাঁচ মেয়াদে জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি শহীদ মশিউর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। এমন ত্যাগী ও সজ্জন নেতার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে যশোর পৌর কর্তৃপক্ষ খালধার রোডের নামটি অ্যাড. ফারাজী শাহাদৎ হোসেন সড়ক নামকরণ করায় এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছে।