ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যশোর জেলা নেতৃবৃন্দের মতবিনিময়

0

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যশোর জেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রেসকাব যশোর মিলনায়তনে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, টেকনোলজির সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে, সাধারণ কোন বিষয়ের মধ্য অসাধারণ কিছু খোঁজার চেষ্টা করতে হবে। বাংলাদেশের যে কোন প্রান্তে যদি কোনো ফটো সাংবাদিক লাঞ্ছিত তিগ্রস্ত হয, কেন্দীয় কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করা হবে। সাংগঠনিক দতা বৃদ্ধির জন্যে সকল কর্মীকে কাজ করতে হবে। পরিপাটি ও শৃঙ্খলার ভেতর দিয়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার সভাপতি মনিরজ্জামান মুনির। প্রধান অতিথির বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তোফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজল হাজরা। সভায় আরো বক্তব্য রাখেন জেলা শাখার উপদেষ্টা ও প্রেসকব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, খুলনা জেলা সভাপতি বাপ্পী খান, যশোর জেলা সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু, যশোর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হানিফ ডাকুয়া, এসএম ফরহাদ, নূর ইমাম বাবুল, এমআর খান মিলন, এইচ আর পরাগ, মাহবুবুর রহমান মোহন প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সহ-সভাপতি ও কালেরকন্ঠের ফটো সাংবাদিক ফিরোজ গাজী।