জয়তী সোসাইটির নিরাপদ সবচি ও পিঠা মেলা সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার॥ যশোর প্রাক্তন ওয়াই ডাব্লিউ সিএ নার্সারি স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী নিরাপদ সবজি ও পিঠা মেলা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সমাপনী দিনের কর্মসূচিতে ছিল নারী কৃষকদের আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। নিরাপদ সবজির প্রয়োজনীয়তা ও সবজি চাষে নারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে জয়তী সোসাইটি দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করে। শেষ দিন সকাল ১১টায় মেলা প্রাঙ্গণে নারী কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় কৃষি আড্ডা। এতে ২৫ জন নারী অংশ নেন। বিকাল ৫টায় এক অনুষ্ঠানের মাধ্যমে মেলার বিজয়ী ৩টি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল করিব আরজু, সাবেক জেলা ক্রীড়া অফিসার ইফতেখার আলম, বিশিষ্ট লেখক মফিজুর রহমান রুন্নু প্রমুখ। মেলায় স্বাধীন মহিলা উন্নয়ন সংস্থা প্রথম, হৃদয় মহিলা উন্নয়ন সংস্থা দ্বিতীয় ও সারথী মহিলা উন্নয়ন সংস্থা স্টল তৃতীয় স্থান অর্জন করে। এর আগে মেলা প্রাঙ্গণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দিনব্যাপী মেলায় ২৫টি স্টল অংশ নেয়।