জেইউজে’র বনভোজন আগামী ২৯ ফেব্র“য়ারি

0

যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র বনভোজন আগামী ২৯ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেইউজের নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিন বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে সংগঠন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  জেইউজের সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহ-সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিট প্রধান অথবা কোষাধ্যক্ষের কাছে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে পিকনিক চাঁদা ১০০ টাকা (জনপ্রতি) প্রদান করতে হবে। বনভোজনে জেইউজে’র সকল সদস্য এবং তাদের স্ত্রী ও সন্তানরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও সভায় জেইউজে সদস্যদের মাসিক চাঁদা পরিশোধের আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।