তালায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় দুই মোটরসাইকেলেরে মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় সাধু (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর পুত্র ও পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের একাদশ শ্রেণির ছাত্র। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শাকদাহ আজিজ কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হন অপর মোটরসাইকেল চালক উপজেলার শাকদাহ গ্রামের সহিল উদ্দীনের ছেলে আব্দুল ওয়াদুদ (৫২)। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে দ্বীপজয় সাধু সাতক্ষীরা হতে পাটকেলঘাটা অভিমুখে আসছিল। এ সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার শাকদাহ আজিজ কমপ্লেক্সের সামনে মোটরসাইকেল থেকে নিচের রাস্তা থেকে মেইন সড়কে উঠছিলেন অপর মোটরসাইকেল চালক আব্দুল ওয়াদুদ। এ সময় মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।