দৌঁড়াতে গিয়ে পড়ে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে দৌঁড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে বাড়ির উঠানে পড়ে সুজন বিশ্বাস (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার আলতাপোল গ্রামের সনজিৎ বিশ্বাসের ছেলে। স্থানীয় ইউপি মেম্বার গৌতম রায় জানান, মঙ্গলবার সকালে প্রতিবেশী সনজিৎ বিশ্বাসের ছেলে সুজন বাবার নিকট থেকে বিস্কুট নিয়ে দৌড়াতে গিয়ে বাড়ির উঠানে হোঁচট খেয়ে পড়ে যায়। এ সময় তাকে দ্রুত কেশবপুর হাসপাতালে নেয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।