চৌগাছায় ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় ৩ দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দীন। বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজ, কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল ইসলাম, কৃষক গোলাম মোস্তফা প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তবিবুর রহমান, শেখ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, প্রকল্প কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম দেব কুমার মালো, উপ-সহকারী কৃষি অফিসার তরিকুল ইসলাম, আমিরুল ইসলাম মিল্টন, তাপস কুমার, আলাউদ্দীন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।