পাইকগাছায় সরকারি রাস্তায় বেড়া দেয়ায় ২৫ টি পরিবার অবরুদ্ধ

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় যাতায়াতের সরকারি পাকা রাস্তায় বেড়া দেয়ায় ২৫টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগীরা। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার আলমতলা গ্রামের সরদার ও জমাদ্দার পাড়ায় যাতায়াতের একমাত্র পাকা রাস্তাটি জমাদ্দাররা বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। ফলে জমাদ্দারপাড়ার ২৫টি পরিবার প্রায় ১ মাস ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে। প্রতিকার চেয়ে মাজেদ সরদার স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর হাবিব জমাদ্দার ও মান্নান জমাদ্দারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ইউপি চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিন বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির জন্য ইউপি সদস্য হারুন জমাদ্দারের ওপর দায়িত্ব দেন। তিনি তদন্ত পূর্বক প্রতিবেদন দিলেও বেড়া সরানোর কোন ব্যবস্থা না নেয়ায় ভূক্তভোগী মাজেদ সরদাররা চরম বিপাকে রয়েছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিদ্যালয় ও স্থানীয় মুসল্লিরা মসজিদে যেতে অসুবিধার সম্মুখিন হচ্ছেন। এ ব্যাপারে মাজেদ সরদার বলেন, রাস্তার পাশে গাছের চারা রোপন করতে নিষেধ করায় তারা পাকা রাস্তায় বেড়া দিয়ে আমাদের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। ইউপি চেয়ারম্যান কে.এম আরিফুজ্জামান তুহিন বলেন, পাকা রাস্তা সরকারের। এটি বন্ধ করার অধিকার কারোর নেই। দ্রুত রাস্তা থেকে বেড়া অপসারণ করা হবে।