ঝিকরগাছায় শীতার্তদের মাঝে জাতীয় পার্টির শীতবস্ত্র বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে কয়েক শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সমাধান সমাজ উন্নয়ন সংস্থা, মানবাধিকার কাউন্সিল ও পল্লী পুনর্বাসন সংস্থার সহযোগিতায় সোমবার সকালে পৌর সদরের পারবাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি অ্যাড. ওয়াকিল উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক রেজাউল হোসেন, সাধারণ সম্পাদক শুকুর আলী। এ সময় উপস্থিত ছিলেন গদখালী ফুল চাষের জনক শের আলী সরদার, পল্লী পুনর্বাসন সংস্থার কর্মী হাতেম আলী, এনামুল হক ও মিলন হোসেন প্রমুখ।