গিলাতলায় বিএনপি নেতা ফকির রবিউল ইসলামের পিতার ইন্তিকাল

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার গিলাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফকির রবিউল ইসলামের পিতা সমাজসেবক আবুল হোসেন ফকির (৮৫) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভোরে বার্ধক্যজনিত কারণে গিলাতলার ফকিরপাড়ায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ৪ ছেলে ও ৫ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জোহর ফকিরপাড়া জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি এসএ রহমান বাবুল, থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, মো. সেলিম সরদার, মো. রফিকুল ইসলাম শুকুর, বেগ আব্দুর রাজ্জাক রাজ, সৈয়দ কেসমত আলী, শেখ আব্দুস সালাম, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মোল্যা সোলায়মান, শেখ আল আমিন, ইউপি সদস্য হুমায়ুন কবির, সৈয়দ শাহজাহান আলী, সিরাজ মোড়ল, আফিলগেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, নাসির উদ্দিন, ফরহাদ হোসেন প্রমুখ।