নারীদের হাঁস মুরগী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও সানরাইজ ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেকার যুব ও যুব নারীদের হাঁস মুরগী পালন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আটরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন সুলতানা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলতলা প্রেস কাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার রায় ও আটরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান চন্দ্র নন্দী। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সানরাইজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আনন্দ কুমার স্বর, আশরাফুল কবির, এনামুল কবির, মো. আলম, কানিজ আক্তার মুক্তা প্রমুখ।