কালীগঞ্জের নলতা কেন্দ্রে প্রথম দিন অনুপস্থিত ৬ জন

0

কালিগঞ্জ (সাতীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২০ এর প্রথম দিনে ৬জন পরীক্ষার্থী ছিলো। সোমবার নলতা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্রে ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৯ টি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ৬২২ জন থেকে উপস্থিত ছিল ৬২১ জন। অনুপস্থিত ছিল ১জন। নলতা দারুল-উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে প্রথম দিন কুরআন মজিদ পরীক্ষায় ১১টি মাদ্রাসার মোট ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২৩৮ জন।