এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মারধর ও শ্লীলতাহানি ॥ আটক তিন

0

স্টাফ রিপোর্টার ॥ সোমবার দুপুরে যশোর উপশহর পার্কে অপেক্ষারত এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মারপিট, ছিনতাই ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ অভিযোগে ৩ বখাটেকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-সদর উপজেলার বিরামপুর ফকিরার মোড়ের সেলিমের ছেলে মেহেদী হোসেন অয়ন, শহিদ আলীর ছেলে তামিম এবং উপশহর এ-ব্লক এলাকার মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান।
বিরামপুর ফকিরার মোড়ের বাসিন্দা মুক্তিযোদ্ধা হাজি লিয়াকত আলীর ছেলে হাসিবুর রহমান শামীমের অভিযোগ, তাদের পরিবারের সদস্য সালামান ও মুজাহিদ এবারের এসএসসি পরীক্ষার্থী। তারা নিউটাউন বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের সাথে পরিবারের সদস্যরা এসেছিলেন। পরে পরীক্ষা চলাকালে দুপুরে অভিভাবকেরা পার্কে বসে অপেক্ষা করছিলেন। এর মধ্যে তাদের পরিবারের একজন গৃহবধূ ছিলেন। এ সময় অয়ন, তামিম ও মিজানুরসহ ৬-৭ জন বখাটে সেখানে যায়। তারা তাদেরকে নানাভাবে উত্যক্ত করতে থাকে। এর প্রতিবাদ করলে বখাটেরা তাদের পরিবারের সদস্য জাহিদুল ও সালামকে মারপিট করে এবং নারী সদস্যের শ্লীলতাহানি ঘটায়। এছাড়া তারা নারী সদস্যের কাছ থেকে ৪ হাজার ৫২০ টাকা, একটি ঘড়ি ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পুলিশ জানায়, তারা ৩ বখাটেকে আটক করেছে। এছাড়া এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।