যশোরে পতিতাপল্লী এলাকা থেকে চোলাই মদসহ আটক ১, দু মাদকসেবীর কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বাবুবাজার পতিতাপল্লী এলাকায় গত রবিবার রাতে অভিযান চালিয়ে ২০২ লিটার চোলাই মদসহ রাসেল হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। অপরদিকে সোমবার সন্ধ্যায় মাড়–য়ারি মন্দির সংলগ্ন পতিতাপল্লী এলাকায় অভিযান চালিয়ে দু জন মদ্যপকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা করে জরিমানা করা হয়েছে। বিনা পারমিটে মদ সেবনের অপরাধে তাদের এই দণ্ড প্রদান করা হয়।
র‌্যাব সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ৭ টার দিকে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লে. এম মাহামুদুর রহমান মোল্লার নেতৃত্বে একটি আভিযানিক দল শহরের হাটখোলা রোডের বাবুবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে রাসেল হোসেনকে ২০২ লিটার চোলাই মদসহ আটক করা হয়। তিনি সদর উপজেলার বিরামপুর কালিতলা এলাকার অলিয়ার রহমানের ছেলে। অপরদিকে সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাড়–য়ারি মন্দির সংলগ্ন পতিতাপল্লী এলাকায় অভিযান চালান। এ সময় সেখানকার একটি মদের দোকান থেকে দু জনকে আটক করা হয়। বিনা পারমিটে মদ সেবনের অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, বরিশালের মুলাদি উপজেলার টুংচর গ্রামের মাজেদ আলীর ছেলে কালাম হোসেন (৩৫) ও আব্দুর রহিম ব্যাপারির ছেলে ইসমাইল হোসেন (৩৮)। পরে তাদের প্রত্যেককে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২ শ টাকা করে জরিমানা করেন আদালত। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের ইন্সপেক্টর হেলাল উদ্দিন ভূঁইয়া উপস্থিত ছিলেন।