নানা প্রশ্ন ইলেকশন কমিশনের ভেতরেও

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট দিয়ে অস্বস্তিতে নির্বাচন কমিশন। ঢাকায় যাবৎকালের সর্বনিম্ন ভোট পড়েছে এ নির্বাচনে। গড়ে ২৭ ভাগ ভোট দিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেছেন। রোববার এক অনানুষ্ঠানিক বৈঠকে তারা ঢাকার ভোট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে নির্বাচন কমিশনারদের কেউই ভোটের হার নিয়ে সন্তোষ প্রকাশ করেননি। ভোট শান্তিপূর্ণ হয়েছে এমনটা বললেও ভোটের হার নিয়ে অস্বস্থিতে তারা। কেন এতো কম ভোট পড়লো তা নিয়ে আত্মপর্যালোচনা চলছে। গতকাল মানবজমিন তিনজন নির্বাচন কমিশনারের সঙ্গে ঢাকার ভোট নিয়ে কথা বলে।
তিনজনই ভোটের হার নিয়ে নিজেদের হতাশার কথা জানিয়েছেন। বলেছেন, কেন এতো কম ভোট পড়লো। এ পেছনে কারণ কি তা অনসুন্ধানের চেষ্টা চলছে। কারণ নির্ধারণ করে সামনের নির্বাচনগুলোতে তা সমাধানের চেষ্টা করা হবে। একজন নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন এবং ভোটের হারকে আইনী দিক থেকে বৈধ হিসেবেই দেখেন। তবে ব্যক্তিগতভাবে তিনি ভোটের হার নিয়ে হতাশ। কারণ এতো কম ভোট পড়ার কথা ছিল না। কেন মানুষ ভোট দিতে আসেনি এটি চিন্তার বিষয়। তিনি বলেন, সকালে তিনি যখন কলাবাগান এলাকার একটি কেন্দ্রে নিজের ভোট দিতে যান তখন বিরোধী পক্ষের কোন এজেন্টকে দেখতে পাননি। একইভাবে ওই কেন্দ্রে সাধারণ ভোটারের উপস্থিতিও ছিল নেহায়েত কম। এটি তাকে হতাশ করেছে। তবে তিনি জানিয়েছেন, কিছু কিছু কেন্দ্রে ভোট বেশি পড়েছে। এটি নানা কারণে হতে পারে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ভোটের দিনই ভোটার উপস্থিতি নিয়ে কথা বলেছেন। কেন এতো কম ভোটার কেন্দ্রে এসেছেন এ কারণ জানা নেই বলেও তিনি উল্লেখ করেন। অন্য আরেকজন কমিশনার গতকাল বলেন, ভোটের হার নিয়ে তারা কেউই সন্তোষ্ট নন। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কোথায় কত ভোট পড়েছে তা দেখা হচ্ছে। ভোটার উপস্থিতি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এখনও আনুষ্ঠানিক কোন বক্তব্য দেননি। তবে ভোটের দিন সকালে নিজের ভোট প্রয়োগের পর ভোটার উপস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন।