করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আতঙ্ক ছাড়ানোর অভিযোগ চীনের

0

লোকসমাজ ডেস্ক॥যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করোনাভাইরাস নিয়ে গোটা বিশ্বে আতঙ্ক ছড়ানোর অভিযোগ এনেছে চীন। চীন বলছে, করোনাভাইরাস নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নেতিবাচক। তারা এটির মোকাবেলায় সহায়তা না করে বরং বিশ্বে ভয় আর আতঙ্ক ছড়াচ্ছে।
গত শুক্রবার করোনাভাইরাস আতঙ্কে যুক্তরাষ্ট্র জরুরি জনস্বাস্থ্য সতর্কতা জারির পর ওয়াশিংটনের বিরুদ্ধে এমন অভিযোগ করল চীন।
জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির পর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, গত ১৪ দিনের মধ্যে যেসব বিদেশি চীন ভ্রমণ করেছেন তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেবে না দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া, মিশর, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, রাশিয়া, মঙ্গোলিয়া, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আরো অনেক দেশ চীনে যাতায়াত এবং ভিসা বন্ধের মত বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করে।
বিশ্বের দেশগুলোর এ পদক্ষেপকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রই চীনা ভ্রমণকারীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করাসহ দূতাবাস থেকে আংশিকভাবে কর্মী ফিরিয়ে নেয়া প্রথম দেশ। মার্কিন এই পদক্ষেপ শুধু আতঙ্ক তৈরি করেছে এবং তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে।
চুনিয়াং বলেন,যুক্তরাষ্ট্রের মতো এমন একটি উন্নত দেশ এই ভাইরাস মহামারি প্রতিরোধে ভালোভাবে সক্ষম হলেও তারা উল্টো বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশের বিপরীতে গিয়ে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করার মতো পদক্ষেপে অগ্রণী ভূমিকা পালন করছে।
চীনের এ অভিযোগের ব্যাপারে হোয়াইট হাউজ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬১ জনে। ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার যারা মারা গেছেন তাদের ৫৬ জনই ভাইরাসটির উৎসস্থল হুবেই প্রদেশের। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৯ জন। মোট ১৭ হাজার ২০৫ জন এখন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত।
যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপ নিয়েছে
২৩ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র চীনের হুবেই প্রদেশের উহান থেকে জরুরি নয় এমন সব মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ দেয়।
এর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে জরুরি নয় এমন সব মার্কিন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবার এবং স্বজনদের চীন থেকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে ফিরতে বলা হয়।
৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জরুরি স্বাস্থ্য সতর্কতা জারির পর চীন থেকে মার্কিন কর্মকর্তাদের পরিবারের ২১ বছরের কম বয়সীদের দেশে ফেরানো নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া হুবেই প্রদেশে যে মার্কিনিরা ছিলেন তারা যুক্তরাষ্ট্রে ফিরলে ১৪ দিন আলাদা থাকতে হবে বলে জানায়।