সাপ্তাহিক গড় দাম কমেছে গম, ভুট্টা ও সয়াবিনের

0

লোকসমাজ ডেস্ক॥দরপতনের মধ্য দিয়ে কেটেছে কৃষিপণ্যের সাপ্তাহিক বাজার। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ সপ্তাহে গম, ভুট্টা ও সয়াবিন—তিনটি কৃষিপণ্যের দাম কমেছে। মূলত বেচাকেনায় আগের তুলনায় কমে আসা ও রফতানি খাতে মন্দা ভাবের আশঙ্কায় কৃষিপণ্যের সাপ্তাহিক বাজারে পতন দেখা দিয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। খবর সিনহুয়া ও এগ্রিমানি।
সিবিওটিতে সর্বশেষ সপ্তাহে গমের গড় দাম ৩ দশমিক ৪৪ শতাংশ কমেছে। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের গড় দাম দাঁড়িয়েছে ৫ ডলার ৫৩ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় বুশেলপ্রতি ১৯ দশমিক ৭৫ সেন্ট কম।
এ সময় সিবিওটিতে ভুট্টার গড় দাম কমেছে বুশেলপ্রতি ৬ সেন্ট। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল ভুট্টার গড় দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৮১ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৫৫ শতাংশ কম।
এগ্রিমানির বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে সর্বশেষ সপ্তাহে গম ও ভুট্টা রফতানি আগের তুলনায় কমে এসেছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় আগামী দিনগুলোয় কৃষিপণ্য দুটির রফতানি আরো কমতে পারে। এ সম্ভাবনা বাজারে গম ও ভুট্টার বেচাকেনা কমিয়ে দিয়েছে। কমেছে দামও।
গম ও ভুট্টার পাশাপাশি সিবিওটিতে সয়াবিনের দামও কমে এসেছে। সর্বশেষ সপ্তাহে কৃষিপণ্যটির গড় দাম বুশেলপ্রতি ২৯ দশমিক ৫ সেন্ট কমেছে। এ সময় মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল সয়াবিনের গড় দাম দাঁড়িয়েছে ৮ ডলার ৭২ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ৩ দশমিক ২৭ শতাংশ কম।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক বাজারে সাকল্যে ৪ লাখ ৬৯ হাজার ৭০০ টন সয়াবিন রফতানি হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪১ শতাংশ কম। রফতানিতে মন্দা ভাবের এ খবর সিবিওটিতে সয়াবিনের দরপতনের পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে।