আলোচিত রহমান হত্যা মামলার সকল আসামির আত্মসমর্পণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বারান্দী মোল্লাপাড়ার আলোচিত আব্দুর রহমান হত্যা মামলার আসামি কুখ্যাত মেটো কুদ্দুসসহ সকলে গতকাল রোববার আদালতে আত্মসমর্পণ করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলামের আদালতে তারা আত্মসমর্পণ করেন। এ সময় বিচারক সকল আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এর তিনদিন আগে নিহত আব্দুর রহমানের স্বজনেরা পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে দেখা করে হত্যা মামলার আসামিদের আটকের দাবি জানিয়েছিলেন।
আত্মসমর্পণকারী ৮ আসামি হচ্ছেন-বারান্দী মোল্লাপাড়া আমতলা টাওয়ার মোড় এলাকার মৃত নিজাম আলী সরদার ওরফে মেজো খোকনের ছেলে আব্দুল কুদ্দুস ওরফে মেটো কুদ্দুস, ফারুক হোসেন, মো. বাদল, আকরাম হোসেন, নুর আলম, শাহ আলম, মোকছেদ আলী সরদার ওরফে বড় খোকনের ছেলে সাহেব আলী ও আহাদ আলী। মামলার তদন্ত কর্মকর্তা সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইনসপেক্টর তুষার কুমার ম-ল জানান, আব্দুর রহমান হত্যা মামলার সব আসামি আত্মসমর্পণ করেছেন বলে তিনিও জানতে পেরেছেন। ফলে এ বিষয়ে তিনি পরবর্তী পদক্ষেপ নিবেন। উল্লেখ্য, মোল্লাপাড়া আমতলা টাওয়ার মোড় এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহমানের সাথে প্রতিবেশী কুখ্যাত মেটো কুদ্দুসহ অন্যদের জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত ২১ ডিসেম্বর সকালে নিজ বাড়ির কাছে টাওয়ার মোড়ের জনৈক আব্দুর রহিমের মুদি দোকানের সামনে আব্দুর রহমানকে পেয়ে উল্লিখিতরা কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. নিলুফা খাতুন কুখ্যাত মেটো কুদ্দুসসহ ৮ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। অবশ্য ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। তবে তারা পালিয়ে থাকলেও তাদের স্বজনেরা নিহতের পরিবারের সদস্যদের হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এর প্রেক্ষিতে নিহতের স্বজনেরা গত ২৯ জানুয়ারি দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাথে দেখা করে আসামিদের আটকের দাবি জানান। এরপর রোববার মামলার সব আসামি আদালতে আত্মসমর্পণ করেন।