শার্শায় বিএনপি নেতা আজিজুর রহমানের মায়ের ইন্তিকাল

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন বিএনপি নেতা আজিজুর রহমান এর মা জামেনা খাতুন ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রবিবার সকাল ৯টার দিকে মাটিপুকুর গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৯ ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ আসর নামাজে জানাজা শেষে মাটিপুকুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় শার্শা থানা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, উলাশী ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুল হামিদ, সাংবাদিক আব্দুল মান্নান,জামায়াত নেতা মাও. আহম্মদ আলীসহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।