বাগেরহাটে নিরাপদ খাদ্য দিবস পালিত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম। বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার। বক্তব্য রাখেন বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা অমিতাব মন্ডল, সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, রেস্তোরাঁ মালিক সমিতির নেতা রিয়াদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শিক্ষার্থী নিপা প্রমুখ।