মহারাষ্ট্রে চিনি উৎপাদন ৩৯% কমতে পারে

0

লোকসমাজ ডেস্ক॥ প্রতিকূল আবহাওয়ার কারণে ২০১৯-২০ মৌসুমে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে চিনি উৎপাদন আগের মৌসুমের তুলনায় ৩৯ শতাংশ কমতে পারে। এর প্রভাব পড়বে ভারতের সামগ্রিক চিনি উৎপাদনে। চলতি মৌসুমে দেশটিতে খাদ্যপণ্যটির সামগ্রিক উৎপাদনও প্রায় ১৮ শতাংশ কমতে পারে। অল ইন্ডিয়া সুগার ট্রেড অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে। খবর বিজনেস লাইন।
ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ। উত্তর প্রদেশের পর দেশটির মহারাষ্ট্র রাজ্যে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয়। তবে এবারের মৌসুমে মহারাষ্ট্রের আবহাওয়া আখ ও চিনি উৎপাদনের অনুকূলে নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের আখ উৎপাদনকারী অঞ্চলগুলো দীর্ঘদিন খরায় ভুগেছে। আসন্ন বর্ষায় আগাম বন্যার পূর্বাভাস রয়েছে। এ রাজ্যে আখ উৎপাদন ব্যাহত হয়েছে।
এর জের ধরে গত ১ অক্টোবর শুরু হওয়া ২০১৯-২০ মৌসুমে মহারাষ্ট্রে চিনি উৎপাদন ৬৫ লাখ টনে নেমে আসতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ৩৯ শতাংশ কম। এর প্রভাবে এবারের মৌসুমে ভারতে সব মিলিয়ে ২ কোটি ৭৪ লাখ টন চিনি উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের মৌসুমের তুলনায় প্রায় ১৮ শতাংশ কম।