উত্থান দিয়ে সপ্তাহ শুরু

0

লোকসমাজ ডেস্ক॥ গেল সপ্তাহ জুড়ে পতন ছিল শেয়ারবাজারে। আজ সপ্তাহের প্রথম দিনে বাজারের কিছুটা উন্নতি হয়েছে। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ২৫ কোটি ৪ লাখ ৭২ হাজার টাকা।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৪৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৬৭ লাখ ৩৯ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ২৭৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা।