ঝিকরগাছায় ছাত্রদল নেতার পিতার দাফন সম্পন্ন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোর ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বাঁকড়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ আল-আমিন ইউসুফের পিতা সাবেক ইমাম মৌলভী শেখ আমীর আলীর দাফন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১ টায় নামাজে জানাজা শেষে তাকে সোনাকুড় গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার শাহাজান আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তমেজ উদ্দিন, নুর মোহাম্মদ, হাজী মোকাদ্দেস, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, বাঁকড়া কওমি মাদ্রাসার খতিব মুফতি তাওহিদুর রশীদ, ঝিকরগাছা পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোনাজ্জেল হোসেন লিটন ও তরিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রানা, ইউনিয়ন যুবদল নেতা লাভলু রহমান, সেলিম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, হাসানুজ্জামান হাসান, মিলন হোসেন, আশরাফুল ইসলাম, গোলাম রসুল মিন্টুসহ অনেকে। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় বার্ধক্ষ্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তিকাল করেন মৌলভী শেখ আমীর আলী।