সীমান্তে করোনাভাইরাস ঝুঁকির দুইজন শনাক্ত

0

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ‘করোনাভাইরাস’র প্রাথমিক পরীক্ষায় দুজন ঝুঁকিপূর্ণ বলে শনাক্ত করা হয়েছে। যদিও এই কেন্দ্রে করোনাভাইরাস পরীক্ষার কার্যক্রম চলছে অনেকটাই ঢিমেতালে। ২৭ জানুয়ারি থেকে গত পাঁচ দিনে ৫৬৫ পাসপোর্ট যাত্রীকে প্রাথমিক পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খুলনার পাইকগাছা ও সাতক্ষীরা সদরের দুজনের উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হওয়ায় তাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ। ভোমরা স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. স্বপ্না রাণী মণ্ডল জানান, এখানে প্রাথমিকভাবে নন-কনটাক্ট থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। ৩৮ ডিগ্রি তাপমাত্রা থাকলে সে অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। ফলে তাকে চিকিৎসা নেয়ার জন্য বলা হচ্ছে। এমন দুইজনের সন্ধান মিলেছে। তিনি জানান, প্রতিদিন ৪শ’থেকে ৫শ’পাসপোর্ট যাত্রী ভারত থেকে দেশের অভ্যন্তরে আসলেও পাঁচ দিনে পরীক্ষা হয়েছে মাত্র সাড়ে পাঁচশ মানুষের। এই দুর্বল পরীক্ষায় সাধারণ মানুষ ঝুঁকির মধ্যেই থেকে যাচ্ছে। অন্যদিকে দু’পারের কোথাও চালক এবং তাদের সহযোগীদের ‘করোনা’ পরীক্ষা করা হচ্ছে না বলে জানান ট্রাক চালকরা।