মাগুরায় পিঠা উৎসব

0

মাগুরা প্রতিনিধি॥ মাগুরা শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্হাগার চত্বরে রবিবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপি পিঠা উৎসব। মেলায় ২০টি স্টলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার সমাহার নিয়ে হাজির হয়েছে উদ্যোক্তা ও নারী সংগঠনগুলো। রবিবার সকাল ১১ টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুসহ আরও অনেকে। সভা শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। পিঠা উৎসবে আসা মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা অক্তার জানান, এখানে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতকালীন ভাঁপা পিঠা, পাটিসাপটা, রসপিঠা, চিতই পিঠা, পাকন পিঠাসহ বিভিন্ন ধরনের পিঠাপুলির সমাহার দেখে ভালো লাগছে। প্রতিবছর এ ধরনের পিঠা উৎসবের আয়োজন করা হলে আমরা নতুন নতুন পিঠার বিষয়ে পরিচিত হতে পারবো। মেলা চলাকালীন সময়ে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে সংগীত ও নাটক। মাগুরা সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ পিঠা উৎসব আগামী ৫ ফেব্রুয়ারি শেষ হবে।