যুগান্তরের জন্মদিন উদযাপন যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দৈনিক যুগান্তরের ২১তম জন্মদিন উদযাপিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রেসকাব যশোর মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বজন সমাবেশ যশোর শাখার সহ-সভাপতি প্রভাষক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। তিনি বলেন, আমাদের সমালোচনার সংবাদ প্রকাশিত হলে সুধরে নেয়ার সুযোগ করে দেয়। আর ভাল কাজের সংবাদ প্রকাশিত হলে আমরা উৎসাহিত হই। তথ্য প্রযুক্তির প্রসারে অনলাইন মিডিয়ার সম্প্রসারণ হয়েছে। কিক করলেই অনেক খবর পড়তে পারি। কিন্তু প্রতিদিন সকালে খবরের কাগজ হাতে না পেলে ভাল লাগে না। খবরের কাগজের আবেদন এখনো ফুরিয়ে যায়নি।
ছাত্র জীবনের স্মৃতিচারণ করে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। যুগান্তরের যাত্রার শুরুর দিকে প্রধান কার্যালয়ে যেতাম। দেখেছি শুরু থেকেই দৈনিক যুগান্তর অনুসন্ধানী ও বস্তুনিষ্ট সাংবাদিকতার চর্চা করছে। এ জন্য পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ২১ বছরের পথচলায় যুগান্তর দেশের শীর্ষ কয়েকটি দৈনিকের মধ্যে অন্যতম। আগামী দিনে যুগান্তর দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, দৈনিক যুগান্তর সাহসী সাংবাদিকতা চর্চার মধ্যদিয়ে দেশের শীর্ষ তিনটি দৈনিকের একটির স্থান করে নিয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে যুগান্তর পাঠকের কাছে জনপ্রিয় দৈনিক হয়েছে। আগামীর পথচলায় যুগান্তরের জন্য শুভ কামনা রইল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসকাব যশোরের সহ-সভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সাবেক সাধারণ সম্পাদক এস.এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশিদ ও অধ্যাপক সুকুমার দাস, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশ যশোর শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপন। আলোচনা শেষে অতিথিবৃন্দ নিয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান জহির ইকবাল নান্নুর নেতৃত্বে প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।