নড়াগাতি থানা আ.লীগের সভাপতি খাজা নাজিম উদ্দিনের ইন্তিকাল

0

নড়াইল অফিস ॥ নড়াইলের নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি, খাসিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা নাজিম উদ্দিন ইন্তিকাল করেছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেনে। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা শনিবার বাদ আসর কালিয়া উপজেলার পুটিমারী ইদগাহে অনুষ্ঠিত হয়। খাজা নাজিম উদ্দিন এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নড়াইল- ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজাসহ দলীয় নেতৃবৃন্দ।