সুলতান মেলা শেষ হল

0

অশোক কুন্ডু, নড়াইল ॥ নির্ধরিত দিনের চারদিন পর শুক্রবার রাতে শেষ হল সুলতান মেলা। সুলতান প্রেমীদের অনুরোধে জেলা প্রশাসক গত ২৭ জানুয়ারি মেলার সমাপনী দিনে ঘোষণা দেন মেলার সময় আরো চারদিন বাড়ানো হলো। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৬ জানুয়ারি ভিক্টোরিয়া কলেজ মাঠের সুলতান মঞ্চ চত্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মেলা শুরু হয়। ২৭ জানুয়ারি ছিল সুলতান পদক প্রদান ও মেলার সমাপনি দিন। দর্শক- শ্রোতাদের মেলার প্রতি আগ্রহ থাকায় কর্তৃপক্ষ এদিন মেলার সময় বাড়িয়ে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে। গত শুক্রবার রাত ১১ টা পর্যন্ত ছিল শিশু-নারীসহ দর্শকদের উপচেপড়া ভিড়। মেলার শেষদিনে বেড়াতে আসা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের এইচ এস সি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফাহিম শাহরিয়ার খান ও নড়াইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ফারদিন শাহরিয়ার খান জানান, মেলার শেষদিনে মাকে এবং প্রতিবেশীদের সঙ্গে নিয়ে ঘুরতে এসে খুব আনন্দ পেলাম।
মেলায় ঘুরতে আসা একাধিক দর্শনার্থী জানান, মেলায় আলোচনা সভা সুলতান সম্পর্কে আমাদের জ্ঞানকে সম্মৃদ্ধি করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে পেয়েছি নির্মল আনন্দ। মেলার স্টলে খাদ্যদ্রব্যসহ অন্যান্য পণ্যের স্বাভাবিক মূল্যের চেয়ে দ্বিগুণ দাম থাকায় মেলায় আগত অনেকেই ােভ প্রকাশ করেন। আগামীবারের মেলায় বিষয়টি নজরদারিতে আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন দর্শনার্থীরা। সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্টপোষকতায় সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, দেশ ও বিদেশের ১১৮ টি ছবি নিয়ে চিত্র প্রদর্শনী, ভারত, জিম্বাবুয়ে, নেপাল এবং দেশের ২০ জন চিত্রশিল্পী নিয়ে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, রচনা প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায়-২০২০ এ সুলতান স্বর্ণপদক পেয়েছেন খ্যাতিমান চিত্রশিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফরিদা জামান।