বেনাপোল থেকে ইলিশ ‘পাচার’ করতে গিয়ে ধরা ৬ ভারতীয়

0

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ থেকে ভারতে ‘পাচারের সময়’ ৬৪ কেজি ইলিশ মাছসহ ৬ জন ভারতীয় নাগরিককে আটক করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। শুক্রবার রাতে বেনাপোল বাজারে লাল মিয়া সুপার মার্কেটের পেছন থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের নাম শান্তনু দাস (৪০), বিপ্লব বিশ্বাস (৩১), তারক হালদার (২৮), দিববেনদু সরকার (২৮), মিঠুন বিশ্বাস (২৬) ও বিকাশ রায় (৩২)। আটক সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানায়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বিপুল পরিমাণ ইলিশ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ভারতীয় ৬ জন নাগরিককে হাতেনাতে আটক করে। আটকদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করে শনিবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়।