লোহাগড়ায় অধিপত্য নিয়ে দু পক্ষের সংঘর্ষে ১০ জন আহত, অস্ত্র উদ্ধার ও আটক ৮

0

শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল) ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে দুটি গ্রামে দু পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় একাধিক বাড়ি ও দোকানঘর ভাঙচুর করে মালামাল লুটপাটের অভিযোগ রয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে আটক করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ও চালিঘাট গ্রামে দুটি পক্ষের বিরোধ চলে আসছিল দীর্ঘদিনের। এক পক্ষে জেলা পরিষদ সদস্য শেখ সুলতানুজ্জামান বিপ্লব ও ছলেমান মেম্বার গ্রুপের মিরাজ মোল্যা, অন্য পক্ষ মোস্ত মোল্যা গ্রুপ। ওই বিরোধের জেরে গত শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছলেমান মেম্বার, জিরু শেখসহ অন্তত ১০ জন আহত হন। শুক্রবার রাত ১১টার দিকে প্রতিপক্ষরা কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর করে। আহতদের লোহাগড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । লোহাগড়া থানার ওসি আলমগীর হোসেন জানান, শনিবার বিকেলে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। এ সময় ১২টি সড়কি, ৯টি ঢাল, ৭টি ছোরা-চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।