ঝিকরগাছায় সাবেক ছাত্রনেতার পিতার ইন্তিকাল

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বাঁকড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শেখ আল-আমিন ইউসুফের পিতা মৌলভী শেখ আমীর আলী শনিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার নামাজে জানাজা শেষে সোনাকুড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পুত্র সাবেক ছাত্রনেতা শেখ আল-আমিন ইউসুফ জানান। তবে তিনি ঢাকাতে ও বড় ভাই কুমিল্লায় থাকায় জানাজার সময় জানাতে পারেননি। এদিকে শেখ আমীর আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।