হাসপাতালে অসুস্থদের পাশে অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম অসুস্থ নেতা-কর্মী ও তাদের স্বজনকে দেখতে হাসপাতালে সময় কাটিয়েছেন। যুবদল সিঙ্গাপুর প্রবাসি শাখার নেতা শাহ আলম বাবুর পিতা সিরাজুল ইসলাম (৬৫), সদর উপজেলা ছাত্রদল নেতা হোসেন রানা (৩০), ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে অধ্যাপক নার্গিস বেগম অসুস্থদের দেখতে হাসপাতালে যান। তিনি তাদের পাশে দীর্ঘ সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। সিরাজুল ইসলামের বাড়ি সদর উপজেলার সতীঘাটা কামালপুরে। গত ২৯ জানুয়ারি নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রদল নেতা মনিরুজ্জামানের বাড়ি শহরের ঘোপ জেল রোডে। তিতিন নিজ বাসভবনে মেডিসিন জনিত সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সাতমাইল নওদাগার বাসিন্দা সোহেল রানা সড়ক দুর্ঘটনায় আহত হন। অপারেশনজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক নার্গিস বেগমের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কোতয়ালী থানা মহিলা দলের নেত্রী সেলিনা পারভীন শেলী, নগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান বাবলু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, যুবদল নেতা খন্দকার শফিউল আলম উপল, হাবিবুল্লাহ প্রমুখ।