কুষ্টিয়ায় নকল সার কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে নকল সার ও কীটনাশক কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ পাঁচ টন নকল সার ও কীটনাশক আগুন দিয়ে ধ্বংস করা হয়। এছাড়াও কীটনাশক তৈরির সরঞ্জাম হিসেবে প্রায় তিনশ’ বস্তা বালি জব্দ এবং কারখানাটি সিলগালা করা হয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার সাতমাইল (আরভি কোম্পানির গোডাউন) সংলগ্ন উমাইয়া ট্রেডার্স নামে একটি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান। তিনি জানান, উমাইয়া ট্রেডার্সের মালিক মিলন আহমেদ বেশ কিছুদিন ধরে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে সেখানে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক, খালি প্যাকেট এবং মেশিন জব্দ করে ধ্বংস করা করা হয়। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা করা হয়।