চীনা কার্যালয় বন্ধ গুগলের

    0

    লোকসমাজ ডেস্ক॥প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন, হং কং এবং তাইওয়ান কার্যালয় বন্ধ করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। কর্মীদের সুরক্ষায় ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে অ্যামাজন, অ্যাপল এবং মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোও। চলতি সপ্তাহেই চীনে কার্যক্রম বন্ধ করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। কর্মীদেরকে দেশটিতে ভ্রমণ না করারও পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যেই অনেক কর্মীকে নিজ বাসস্থান থেকে কাজ করতে বা তাদের চন্দ্র নববর্ষের ছুটি বাড়িয়ে নিতে বলা হয়েছে। গুগল জানিয়েছে, চীন এবং হং কংয়ে কর্মীদেরকে ভ্রমণ না করতে বলা হয়েছে। ইতোমধ্যেই যেসব কর্মী দেশটিতে রয়েছেন তাদেরকেও যত দ্রুত সম্ভব দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তত দুই সপ্তাহ বাড়ি থেকে কাজ করবেন তারা। খবর বিডিনিউজের।
    চীনের মূল ভূখণ্ডে চারটি কার্যালয় রয়েছে গুগলের। এই কার্যালয়গুলোতে কতো সংখ্যক কর্মী রয়েছে তা জানানো হয়নি। দেশটিতে গুগলের সার্চ ইঞ্জিন সেবা না থাকলেও এই কার্যালয়গুলো প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যবসার বিক্রি এবং প্রকৌশল নিয়ে কাজ করে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে একই ধরনের পদক্ষেপ নিয়েছে মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোও। অ্যামাজনের এক মুখপাত্র বলেন, সুরক্ষার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা চীনে ব্যবসায়িক ভ্রমণ বন্ধ রেখেছি এবং কর্মীদেরকে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থার নির্দেশাবলী মানতে বলেছি। চলতি সপ্তাহের শুরুতে প্রথম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে চীন ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেয় সামাজিক মাধ্যম জায়ান্ট ফেইসবুক। একই ধরনের পদক্ষেপ নিয়েছে গাড়ি নির্মাতা বেশ কিছু প্রতিষ্ঠানও।