তালা ও বাগেরহাটে হরিণের চামড়া ও মাংস উদ্ধার,আটক ৪

0

তালা (সাতক্ষীরা) ও বাগেরহাট সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় উপজেলার জাতপুর এলাকা থেকে চার কেজি হরিণের মাংসসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয় টার দিকে উপজেলার আলাদীপুর গ্রামের সরদার বাড়ির মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। অপরদিকে বাগেরহাটে সুন্দরবন থেকে হরিণের চামড়া, মাথা ও মাংস উদ্ধার করা হয়েছে। পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, খুলনার কয়রা উপজেলা থেকে মোটরসাইকেলে হরিণের মাংস পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদ তারা পায়। এর ভিত্তিতে উপজেলার জাতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাইদুর রহমান আলাদীপুর এলাকা থেকে ৪ জনকে আটক করেন। পরে তাদের মোটরসাইকেলে রাখা চার কেজি হরিণের মাংস পাওয়া যায়।
আটককৃতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার দোরমুঠিয়া গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে মুনছুর রহমান (৩৮), বশিরুজ্জামানের ছেলে আসাদুজ্জামান (৩৭), নতুন মূলগ্রামের এনায়েত হোসেনের ছেলে আবু তাহের (২৮), বাশবাড়ীয়া গ্রামের মোহর আলী গাজীর ছেলে মিজানুর রহমান (২৭)। আটককৃতদের রাতেই ক্যাম্প থেকে তালা থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে বণ্যপ্রাণী সংরণ আইনে মামলার পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে তালা থানার ওসি মেহেদী রাসেল জানান। বাগেরহাট সংবাদদাতা জানান, সুন্দরবন থেকে ৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোন, বাগেরহাটের মোংলার একটি টহল দল সুন্দরবনের ছোট কুমড়াকাঠি খাল এলাকা থেকে এগুলো জব্দ করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ-আল-মাহমুদ জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে কোস্টগার্ড সদস্যরা কুমড়াকাঠি খাল এলাকায় টহল দিচ্ছিল। এ সময় অবৈধভাবে বিক্রির জন্য রাখা ৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া ও একটি মাথা উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস, চামড়া ও মাথা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুন্দরবন বনবিভাগের শিবসা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।